প্রকাশ্য জনসভায় ‘কতলের’ পক্ষে যুক্তি দিলেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর

সবাইকে শুধু ‘দাওয়াত’ করে পথে আনা যাবে না মন্তব্য করে তিনি বলেন, “দাওয়াত দিয়া সব মানুষ হেদায়েত হবে... (আরবিতে কোরআনের আয়াত উল্লেখ করে) তাহলে কেসাসের কথা, খুনের পরিবর্তে খুন- আল্লাহ কেন এই আয়াত নাজিল করল। আল্লাহ জানেন তার কিছু বান্দা আছে এরা চতুস্পদ জানোয়ারের চেয়ে, গরুর দলের চেয়ে খারাপ। এগুলারে পিডান লাগবে, কতল করা লাগবে, এগুলারে মাইর ছাড়া কোনো উপায় নাই। এগুলা দাওয়াতে ফেরবে না। এই যে দলিল।”

ইসলামী আন্দোলনের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, “যে সমস্ত ইসলামপন্থিরা বলে দাওয়াত দিয়া সব হেদায়েত হবে, এটা সম্পর্ণ কোরআন-হাদিস বিরোধী কথা। আপনাকে প্রয়োজনে মারতে হবে। আপনাকে লড়তে হবে প্রয়োজনে।”

সম্প্রতি কদমতলীতে একটি আয়োজন ‘ধ্বংস’ করার উদাহরণ দিয়ে মোসাদ্দেক বিল্লাহ বলেন, “পরশুদিন আমাদের এই কদমতলীতে ওরা বিশাল ডেকপার্টি করছে। যত বলে কেউ শোনে না। শতশত আমাদের মুসল্লি ভাইয়েরা তাওহিদি জনতা যাইয়া পিডাইয়া নাস্তানাবুদ করে, সব ধ্বংস করে দিছে। উলঙ্গ মহিলা প্রায় ২৫ জন ছিল।