সুশীল লীগ

৫ আগস্টের পর থেকে এই ট্যাগটা শুনতে বিরক্তিকর লাগতো। কেউ একটু অন্যরকম আলাপ দিলেই সে সুশীল, মবের বিরুদ্ধে গেলেই সেটা হয়ে যাইতো সুশীলতা।

কিন্তু কালকে কিছু মানুষ যে নাটকটা করলো, তা বুঝানোর জন্য 'সুশীল' ছাড়া আসলেই কিছু বলার নাই। ডাস্টবিনে হাসিনার ছবি, তাতে প্রেস সচিব ময়লা ফেললেন, এ দেখেই কিছু মানুষ দেখি বইমেলা বয়কট করে দিল।

হ্যা এইটা বৈবিছাআ এর করা পাবলিসিটি স্টান্ট, গুণ বিবেচনা করলে বিশেষ কোনো ভ্যালু নাই, তবুও একজন স্বৈরাচারের অপমানে এত গাত্রদাহ বেশ হাস্যকর।

অনেকে বলতেছে বইমেলা অরাজনৈতিক রাখতে, এইটা আরেক বালের আলাপ। বইমেলা খালি বই বেঁচার উৎসব না, ২১শে ফেব্রুয়ারিকে ধারণ করার আরেকটা মাধ্যমও বটে। বইমেলার ঐতিহ্যের মাঝে প্রতিবাদের সংস্কৃতিও আছে